বোরহানউদ্দিনে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা বোরহানউদ্দিনে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা

3:57 pm , June 27, 2024

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা করে কোটিপতি বনে গেছেন নিরব নামে এক যুবক। প্রতারণার টাকায় করেছেন আলিশান বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এলাকায় ২০ হাজার, ৩০ হাজার এবং ৫০ হাজার টাকা করে দৈনিক কিস্তিতে ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন জ্বীনের বাদশা নিরব।
স্থানীয় ইব্রাহিমসহ আরো অনেকে জানান, গত ৫ বছর আগে চট্টগ্রামে রিক্সাচালক হিসেবে কাজ করতেন নিরব। অভাবের সংসার ছিল তার। এলাকায় এসে জ্বীন প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে শুরু করেন প্রতারণার ।
নিরবসহ জ্বীনের বাদশা সেজে প্রতারক চক্রটি প্রথমে কালি সাধন বাবা, জ্বীন সাধন বাবা, জ্বীন হুজুর বাবা, কুফরি বাবা, সাধু বাবার আশ্রম, পীর হুজুর বাবা, হুজুর বাবা, রুহানি বাবা, পাক দরবার বাবা নামসহ বিভিন্ন নামে ফেইসবুকসহ বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দেয় চক্রটি। ওই বিজ্ঞাপনে দেওয়া থাকে প্রতারক চক্রের মোবাইল নাম্বার। ওই বিজ্ঞাপনে স্বামী-স্ত্রী মিল, জ্বীন চালানির মাধ্যমে লটারি পাইয়ে দেওয়া, প্রেমিক প্রেমিকার মিল করে দেওয়া, অবাধ্য সন্তানকে বাধ্য করা, পাওনা টাকা পাইয়ে দেওয়া, বিদেশে গ্রিন কার্ড পাইয়ে দেওয়া, প্রবাসী কফিলকে বাধ্য করাসহ গুপ্ত ধন পাইয়ে দেওয়া লেখা থাকে ওই বিজ্ঞাপনে।
উল্লেখিত কাজ জ্বীন চালানির মধ্যমে করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। নিঃস্ব হয় মোবাইলের অপর প্রান্তে থাকা অসহায় লোকগুলো।
জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা করার বিষয়ে মোবাইল ফোনে  নিরবের কাছে জানতে চাইলে পরে কথা বলব বলে মোবাইলের লাইনটি কেটে দেন। তবে তার মা বলেন, নিরব আগে জ্বীন প্রতারণার ব্যবসা করেছে। বর্তমানে ভালো হয়ে গেছে।
স্থানীয়রা জানান, রাতে সজাগ থেকে মোবাইলে কথা বলেন জ্বীন প্রতারক চক্রটি। আর রাতজাগতে প্রতিরাতে ইয়াবা ও গাঁজা সেবন করেন জ্বীন প্রতারক চক্রটি।এতে হুমকির মুখে রয়েছে কাচিয়া ইউনিয়নের যুবসমাজ। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী জ্বীন প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে একাধিক অভিযোগ করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির জানান, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জ্বীন প্রতারকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জ্বীন প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT