মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে প্রিসাইডিংও সহকারী প্রিসাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৪ মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে প্রিসাইডিংও সহকারী প্রিসাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৪ - ajkerparibartan.com
মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে প্রিসাইডিংও সহকারী প্রিসাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৪

4:10 pm , June 26, 2024

গৌরনদী পৌরসভার উপ নির্বাচন

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বুধবার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।  প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী জানান, ভোটের আগের দিন রাতে প্রতিদ্বন্দ্বি এক প্রার্থীর পক্ষ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে সরকারি গৌরনদী  পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা  সঞ্জয় কুমার ভদ্র, সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী  পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোঃ সাইদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী কিছু লোকজন নিয়ে কেন্দ্রে আসেন এবং আমাকে  টাকার একটি প্যাকেট দেয়। কিন্তু আমি তা গ্রহণ করিনি। পরে ওই প্যাকেটটি সহকারী পিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিসাইডিং দেলোয়ার হোসেন রেখে দেন। সহকারী প্রিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন বলেন, আমরা কোন টাকা নেইনি, প্রিসাইডিং অফিসার নিয়েছেন।  অপর দিকে টরকী ভিক্টোরিয়া মাদ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪নং বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা  আব্দুল হালিম নিজেই এক প্রার্থীকে ভোট দিতে গেলে হাতেহাতে তাকে ধরে ফেলেন বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী। এ সময় তাকেও গ্রেপ্তার করা হয়। সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT