4:08 pm , June 26, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ আগামী ৩০ জুন থেকে ১১ আগস্ট এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা শিক্ষা বোর্ডের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালে নি¤েœাক্ত বিধিনিষেধ জারি থাকবে।
পরীক্ষাকেন্দ্র ও তার আশপাশ এলাকার ২০০ গজের মধ্যে কোন ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল মিটিং, ইট পাথর সংগ্রহ ও বহন, অস্ত্র গোলাবারুদ ও বিষ্ফোরক দ্রব্যাদি বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলো হলো : বরিশাল সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজ-১০১, বরিশাল সরকারি মহিলা কলেজ-১০২, সরকারি বরিশাল কলেজ-১০৩, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ-১০৪, বরিশাল ইসলামিয়া কলেজ-১০৫, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ-১০৬, অমৃত লাল দে কলেজ-১০৭, আবদুর রব সেরনিয়াবাত সরকারি কলেজ কাউনিয়া-১০৮, আলেকান্দা সরকারি কলেজ-১০৯, বরিশাল সিটি কলেজ-১৬৯, শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ-১১০, বরিশাল ক্যাডেট কলেজ বাবুগঞ্জ -১১২।
আলিম পরীক্ষা কেন্দ্রগুলো হলো : কাউনিয়া বালিকা আলিম মডেল মাদ্রাসা-৫২০, বাঘিয়া আল আমিন ফাজিল মাদ্রাসা-৫২৯।
ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রগুলো হলো : মডার্ণ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-৪২০৩০, ইসলামিয়া কলেজ -৪২০৪১ এবং বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।