4:49 pm , June 25, 2024
নগরীতে মঙ্গলবার বিকেলে পলাশপুর খাল এলাকায় প্লাষ্টিক ও লোহা লক্কর খুজতে গিয়েছিলো তিন তরুন। খালের পাড়ে খুজতে গিয়ে দেখতে পায় একটি পলিথিনের মধ্যে আটকা পড়া গজার মাছটি নড়াচড়া করছে। তরুন রাকিব বলেন “প্রথমে ভেবেছিলাম, পলিথিনের মধ্যে হয়তো সাপ রয়েছে।” কিন্তু ধরে দেখতে পাই গজার মাছটি। রাকিব জানায়, তিন কেজি ওজনের গজার মাছটি এক রিক্সাচালকের কাছে এক হাজার একশ টাকায় বিক্রি করেছে। ছবি: সংগৃহিত
