4:43 pm , June 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিশিষ্ট ঠিকাদার ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুর রহমান টুটুল চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে কোলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি নিয়মিত চেকআপের জন্য ওই হাসপাতালে গেলে উচ্চ ডায়াবেটিস ও এ্যাজমা সমস্যা ধরা পরে। চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসারত আছেন। গতকাল কোলকাতা থেকে মোবাইল ফোনে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সুস্থতা কামনা করে টুটুল চৌধুরী সবার কাছে দোয়া চেয়েছেন।