মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

4:37 pm , June 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহানগর পুলিশ লাইন্স ড্রিল সেডে সভা হয়। সভায় সভাপত্বি করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। সভার শুরুতেই সভাপতি পুলিশের বিভিন্ন সদস্যদের কল্যাণ সাধনে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সহ ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
সভায় বিগত মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম । সভায় আরো উপস্থিত ছিলেন,  উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT