বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগরের উদ্যোগে দোয়া মোনাজাত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগরের উদ্যোগে দোয়া মোনাজাত - ajkerparibartan.com
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগরের উদ্যোগে দোয়া মোনাজাত

4:34 pm , June 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার বাদ যোহর নগরীর সদরোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির ব্যানারে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীর জাহিদের সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এসময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর কমিটির সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, আব্দুল হালিম মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক দলেল আহ্বায়ক মসিউর রহমান মঞ্জু প্রমুখ। এর আগে বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের মানুষের জন্য গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলছে, চলবে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গণতন্ত্রের লেবাসধারী স্বৈরাচারী সরকারের মিথ্যে মামলায় বন্দি। কিন্তু তাতে আমাদের কেউ দমাতে পারেনি, আজও আমরা বিএনপি পরিবার এক হয়ে রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার জন্য উভয় তার রোগমুক্তি সুস্থতা কামনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT