4:31 pm , June 22, 2024

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে মেয়র প্রার্থী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের মোবাইল ফোন প্রতীকের সমর্থকরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ হাফিজুল ইসলাম ও তার ভাই আজিজুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলাকারীরা তাদের মোটরসাইকেল ভাংচুর করেছে। আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাফিজুল ইসলাম বাদি হয়ে শনিবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি আমার ছোট ভাই আজিজুল ইসলামকে নিয়ে নিজ বাড়ি যাওয়ার পথে গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ডের দিয়াসুর শেষ মাথা বাজার এলাকায় পৌঁছলে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মেয়র প্রার্থী জয়নাল আবেদীনের মোবাইল ফোন প্রতীকের সমর্থক ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য আসাদ আকনের (৩৮) নেতৃত্বে ২০/২৫জন সন্ত্রাসী পথরোধ করে লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমার ভাই আজিজুল ইসলাম আমাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করে। আসাদ আকন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, হামলার ঘটনার কথা শুনেছি কিন্তুু কোন লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি।