ঈদকে ঘিরে বেড়েছে – বরিশাল ঢাকা রুটে লঞ্চের যাত্রী ঈদকে ঘিরে বেড়েছে - বরিশাল ঢাকা রুটে লঞ্চের যাত্রী - ajkerparibartan.com
ঈদকে ঘিরে বেড়েছে – বরিশাল ঢাকা রুটে লঞ্চের যাত্রী

4:18 pm , June 21, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদে নাড়ীর টানে বাড়ি ফেরা বরিশালবাসী কর্মের টানে ফিরছেন ঢাকায়। তাই ঝিমিয়ে পড়া বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চে যাত্রী চাপ বেড়েছে। গতকাল শুক্রবার থাকায় বরিশাল থেকে ১৩ টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কাল শনিবার পর্যন্ত লঞ্চে যাত্রী চাপ থাকবে।
অ্যাডভেঞ্জার ৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ আলম বলেন, আজ পর্যন্ত কেবিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। কেবিনের যাত্রী চাপ থাকলেও ডেকে কাঙ্খিত যাত্রী নেই। পদ্মা সেতু উদ্বোধনের আগে ঈদ মৌসুমে যে সংখ্যক ডেক যাত্রী বহন করতেন তার চেয়ে বর্তমানে যাত্রী চাপ চার ভাগের একভাগ। বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বরিশাল-ঢাকা রুটের ১২টি ও ঝালকাঠি থেকে আসা একটিসহ ১৩ টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কোন লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হয়নি।
পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল লঞ্চে যাত্রী কমতে থাকে। যা বর্তমানে চরম আকার ধারন করেছে। এখন ঈদ ও কোরবানীর উপর নির্ভর করে চলছে লঞ্চ ব্যবসা। অন্য সময় একটি কিংবা দুটি লঞ্চ চলাচল করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT