4:05 pm , June 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জে অভ্যন্তরীন রুটের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়ে চার যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন জানিয়েছেন।
নিহত নারী খাদিজা বেগম (৪২) উজিরপুর উপজেলার নয়াবাড়ীর আজিজ তালুকদারের স্ত্রী।
বরিশাল দক্ষিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বাহাউদ্দিন বলেন, বরিশাল নগরী থেকে উজিপুরের সাতলার উদ্দেশ্যে রওনা দেয় ফরহাদ পরিবহনের একটি বাস। বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট মোড় পাড় হওয়ার সময় বিপরীতদিকগামী সামি-সাদী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরহাদ পরিবহনের বাস থেকে ছিটকে পড়ে চাকার নিচে চাঁপা পড়ে ওই নারী। খবর পেয়ে তারা ও বাবুগঞ্জ ফায়ার ষ্টেশনের একটি ইউনিট পৌছে চাকা কেটে নিহত নারীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ষ্টেশন অফিসার আরো জানান, দুইটি বাসে যাত্রী কম ছিলো। গুরুতর আহত হয়েছে এমন কোন যাত্রী পাননি।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও চার যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়েছে। বাস দুইটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।