দেশ বিদেশে বহু অপকর্মের হোতা আশিক চৌধুরী অবশেষে পুলিশের খাচায় দেশ বিদেশে বহু অপকর্মের হোতা আশিক চৌধুরী অবশেষে পুলিশের খাচায় - ajkerparibartan.com
দেশ বিদেশে বহু অপকর্মের হোতা আশিক চৌধুরী অবশেষে পুলিশের খাচায়

4:51 pm , June 13, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দেশে বিদেশে বহু অপকর্মের হোতা আশিক চৌধুরী বরিশালে রড চুরির মামলায় এখন কারাগারে রয়েছেন। এ মামলায় পুলিশ আটক করার পর আশিক চৌধুরীর অপকর্মের থলে বেরিয়ে আসতে শুরু করেছে। নগরীর সৈয়দ জুলফিকার আলী চৌধুরীর পুত্র আশিক চৌধুরী ছোট বেলা থেকেই উৎশৃংখল জীবন যাপন করত। অল্প বয়সেই সে মাদকে আসক্ত হয়ে পড়ে। এ কারনে ১৪ বছর বয়সে সে তার মায়ের সাথে আমেরিকা চলে যায়। সেখানেও তার অপকর্ম থেমে থাকেনি। প্রবাসে বৈধ কাগজপত্র করার জন্য সে ২০০৪ সালে এক বিদেশিনীকে বিয়ে করে। তার সেই স্ত্রীর নাম ছিল সারা নূর। সেই স্ত্রীর কাছে কিছু দিনের মধ্যে আশিক চৌধুরীর আসল রূপ প্রকাশ পায়। নেশা আসক্ত আশিককে সে ডিভোর্স দেয়। এরপর আািশক দ্বিতীয় বিয়ে করে সারওয়াত ইসলাম নামের এক মহিলাকে। কিছুদিনের মধ্যেই আমেরিকার পুলিশ আশিককে গ্রেফতার করে ২য় স্ত্রী সারওয়াত ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে। এ জন্য তাকে বিদেশে কারাভোগও করতে হয়। কিন্তু চোর না শোনে ধর্মের কাািহনী। জেলে গিয়েও শোধরায়নি আশিক। বরং আরো বেপরোয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সবচেয়ে বড় ফেডারেল মামলাটি দায়ের হয় ২৫ আগষ্ট ২০১৯ সালে। তার নামে ঐ বছর ২ ডিসেম্বর ওয়ারেন্ট ইস্যু হয় যার নং ১৯-সিএফ ০১২৯১২ অ ফ্লরিডা, আমেরিকা। এ সময় দ্রুত সে আমেরিকা ত্যাগ করে দেশে চলে আসে। দেশে এস সে তৃতীয় বিয়ে করে।
দেশে এসে আবার শুরু হয় অপকর্ম। প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চলতে থাকে তার প্রতারণা। এরকমই এক প্রতরণায় এবার তিনি ধরা খেলেন। জনৈক কালাম মল্লিক নামের এক ভদ্রলোক আশিক চৌধুরীর বিরুদ্ধে ২০২২ সালে নিমিতব্য ভবনের রড চুরির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। বাদির কাছ থেকে রড বিক্রি করার অঙ্গিকারনামা করে ১২ লাখ টাকা আত্মসাত করে। এরপর রাতের আধারে ঐ বিল্ডি এর রড ভে্েঙ্গ নিয়ে যান। এর প্রতিবাদ করলে বাদিকে নানা রকম হুমকি দেন এবং প্রশাসনের ভয় দেখান। পুলিশ এ মামলায় তাকে গতকাল গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT