4:28 pm , June 12, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি শহরের সাথে নলছিটি উপজেলায় যোগাযোগের সহজমাধ্যম সুগন্ধা নদী পারাপারে ঐতিহ্যবাহী পুরাতন কলেজ খেয়াঘাট (রোনালছেরোড খেয়াঘাট) ও পৌরসভা খেয়াঘাট। এদুটি ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রায় দুই মাস অতিবাহিত হলেও ইজারা না দেয়ায় হতাশায় রয়েছেন মাঝিমাল্লা সদস্যরা। মাঝিমাল্লা সমিতি (পাটনি) সদস্যদের বাইরে কাউকে ইজারা না দিতে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে। পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় দিশেহারা অবস্থায় মাঝি-শ্রমিকরা। এবিষয়ে সংগঠনের কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ঝালকাঠি সদর উপজেলা নৌকা মাঝি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ হেমায়েত হোসেন সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর উপর দিয়ে দুটি খেয়ায় লোক পারাপার করে জীবিকা নির্বাহ করি। ১৯৯৭ সালে ঝালকাঠি জেলা জজ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে পেশাদার পাটনি (মাঝিমাল্লা) সমবায় সমিতি প্রতি বছরের ইজারার দরপত্রের ১০% বৃদ্ধি করে পৌরসভার মেয়র এর এর কাছ থেকে যুগ যুগ মাঝিদের ইজারা দিয়ে আসছেন। আমরা জীবিকা নির্বাহ করে আমাদের ছেলে সন্তান নিয়ে ডাল, ভাত খেয়ে বেঁচে আছি। এ বছর ভূমি প্রশাসন ম্যানুয়াল দ্বিতীয় খন্ডে ফেরিঘাট (খেয়াঘাট) মাঝিদের পক্ষে ইজারা নীতিমালা থাকার পরেও বাংলা ১৪৩১ সনের ইজারা ওপেন টেন্ডার দেয়ার আগে জেলা প্রশাসকের সাথে আলোচনায় বসি। তাকে আইন অনুযায়ী আমাদের পক্ষে ইজারা দেয়ার জন্য জোর সুপারিশ করেও কোন লাভ হয়নি। ঝালকাঠির এমপি আমির হোসেন আমু দেশের বাইরে থাকার কারনে উপায় না পেয়ে ওপেন টেন্ডার বিষয়ে হাইকোর্ট ডিভিশনে একটি রীট পিটিশন করি। রীট পিটিশন আদেশে স্থগিতাদেশ দেয়ার পরেও ঝালকাঠি পৌরসভা চলতি বছরের ২৮এপ্রিল ওপেন টেন্ডার দেয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে মোঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন। কিন্তু হাইকোর্টের আদেশটি পাটনিদের পক্ষে হওয়ায় ঝালকাঠি পৌরসভা পাটনি সম্প্রদায়ের নাম দিয়ে আমির হোসেন আমু এমপি’র কাছে সুপারিশ চায়। উল্লেখ্য, ঝালকাঠি থানাধীন সাতটি খেয়াঘাটের সবাই মাঝি। ঝালকাঠি সদর উপজেলায় পেশাদার পাটনিদের দুটি শ্রমিক ইউনিয়ন আছে। এর বাইরে নৌকা মাঝি শ্রমিকদের আর কোন সংগঠন বা ইউনিট নাই। ব্যক্তি নাম ব্যবহার করে তথাকথিত পাটনি সেজে ঐতিহ্যবাহী খেয়াঘাট দুটি প্রকৃত মাঝিদের হাতছাড়া করার পায়তারা চলছে। সরকারি আইনের সকল নিয়মনীতি মেনেই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।