আত্মসমর্পন করা জলদস্যুদের মাঝে ঈদ উপহার দিয়েছে র‌্যাব আত্মসমর্পন করা জলদস্যুদের মাঝে ঈদ উপহার দিয়েছে র‌্যাব - ajkerparibartan.com
আত্মসমর্পন করা জলদস্যুদের মাঝে ঈদ উপহার দিয়েছে র‌্যাব

4:27 pm , June 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আত্মসমর্পন করা সুন্দরবনের ২৮৪ জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরন করেছে র‌্যাব-৮। বুধবার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার জলদস্যুদের মাঝে এসব বিতরন করা হয়। র‌্যাব এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত ২৭টি বাহিনীর ২৮৪ জন জেলে আত্মসর্পন করে। ঈদ উল আযহা উপলক্ষ্যে তাদের মাঝে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, গুড়া দুধ, লবন, বাদাম/কিসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেয়াজ ও ব্যাগ দেয়া হয়েছে। খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর বাজারে একজন, তালা বাজারে ৩ জন, আকড়ঘাটায় দুই জন এবং কয়রা উপজেলায় ১৪ জনকে অধিনায়ক লে, কর্নেল যুবায়ের আলম ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাবার সামগ্রী বিতরন করেন। সাতক্ষীরার মুন্সিগঞ্জে ৫৫ জন, সদর কোর্টে ৭ জনকে ঈদ উপহার দেন এএসপি রেজাউল করিম। এছাড়াও বাগেরহাটের সাইনবোর্ড এলাকায় ৩০ জন, ভাগা এলাকায় ৮১ জন ও মংলা এলাকায় ৬২ জনকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT