4:23 pm , June 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত মিস্ত্রি হলো-সজিব হাওলাদার (২৯)। সে দড়িরচর খাজুরিয়া গ্রামের আ. মন্নান হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, একই গ্রামের তোতা সিকদারের ঘরে কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করে সজিব। ঘরে চাল ছিদ্র করতে ইলেট্রিক্যাল যন্ত্র ব্যবহার করছিলো। এ ইলেকট্রিক্যাল যন্ত্রের তার কেটে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে সজিব স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।