বাকেরগঞ্জে দুই ছেলেসহ মাকে পিটিয়ে আহত বাকেরগঞ্জে দুই ছেলেসহ মাকে পিটিয়ে আহত - ajkerparibartan.com
বাকেরগঞ্জে দুই ছেলেসহ মাকে পিটিয়ে আহত

4:22 pm , June 12, 2024

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে ছাগল বাঁধাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে শিশুসহ তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত মো. হোসেইন মাহামুদ (৮), আল আমিন হাওলাদার (১৭) ও রোজিনা বেগমকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের মোঃ হারুন মোল্লার ছাগল একই গ্রামের নজরুল ইসলামের সবজি ক্ষেত নষ্ট করে। তখন ছাগল নজরুল ইসলামের দুই ছেলে  হুসেইন মাহামুদ ও আল আমিন হাওলাদার বেঁধে রাখেন। এ নিয়ে হারুন মোল্লার সাথে তাদের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে হারুন লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করে। এ সময় তাদের ডাকচিৎকার শুনে বাঁচাতে গেলে মা রোজিনা বেগমকেও পিটিয়ে জখম করে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT