4:52 pm , June 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে একাধিকবার কারাবরণকারী বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল অসুস্থ হয়ে নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল হঠাৎ করে অসুস্থবোধ করায় পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে রাতে এ বিএনপি নেতার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দীন সিকদার। তিনি আলী হায়দার বাবুলের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওযায়ের ইবনে স্বপন, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাঈদ তালুকদার, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ন কবীর।