ববিতে ফের বেপরোয়া মাদক ব্যবসায়ী নাহিদ ববিতে ফের বেপরোয়া মাদক ব্যবসায়ী নাহিদ - ajkerparibartan.com
ববিতে ফের বেপরোয়া মাদক ব্যবসায়ী নাহিদ

4:11 pm , June 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ী নাহিদ। কয়েক বার পুলিশের খাঁচায় বন্দী হলেও থেমে নেই  তার মাদক ব্যবসা ও অপকর্ম। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগ নেতার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ড্রেজার থেকে চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছে এই মাদক ব্যবসায়ী ও তার চক্র। কিছু দিন আগে এক কেজি গাঁজাসহ বন্দর থানা পুলিশ তাকে আটক করে। পুলিশের কাছে ধরা খাওয়ার পর তার অপরাধের মাত্রা আরও বেড়েছে। জানা যায়, নাহিদ জেল থেকে ছাড়া পেয়ে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন এর কর্ণকাঠির তালুকদার হাটে ডালিয়া বেগমের বাড়িতে গিয়ে ডাকাতির উদ্দেশ্য হামলা ও ভাঙচুর করে। পরে ডালিয়া বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ২২ মার্চ নাহিদ ও তার চক্রের অন্য সদস্যরা বরিশাল নগরীর ফাতেমা সেন্টার থেকে মিজানুর রহমান নামে এক মোবাইল ব্যবসায়ীকে ডেকে বের করে নগদ ৩০ হাজার টাকা চাঁদা আদায় করে। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। সেখানে নাহিদকে ৩নম্বর আসামি করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT