4:09 pm , June 9, 2024

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে শুভেচ্ছা পরিবহনের বাসচাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : উপজেলার জগন্নাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো: সাকিল(২৬) একই গ্রামের ফজলুল করিমের ছেলে মো: সাইফুল(৩৭)। সাকিল ও সাইফুল মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা কুনিয়ারি বেইলি ব্রিজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল সহ তাদের পিষে দেয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী মো: বাদশা মিয়া বলেন, মোটরসাইকেলটি বাসটি দেখে ধীরগতিতে চালিয়ে ব্রিজের উপর উঠে। এসময় সামনে থেকে যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে চালিয়ে এসে তাদের চাপা দেয়। আমরা স্থানীয়রা মিলে হাত ইশারা দিয়ে শত চেষ্টা করেও ড্রাইভারকে থামাতে পারিনি। ড্রাইভার তাদেরকে পিষে ব্রিজের ঢাল থেকে অনেক দূরে নিয়ে যায়। তড়িগড়ি করে সবাই মিলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন ।
প্রত্যক্ষদর্শী মো: শহর আলী বলেন, বাসটি দ্রুতবেগে এসে চলন্ত মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। যাত্রীবাহী বাসটি এমন দ্রুত আসছিল মনে হয়েছে পিছন থেকে কেউ যেন ধাওয়া দিয়েছে। মোটকথা বাসের বে-পরোয়া গতির কারনে মোটরসাইকেল আরোহীরা নিহত হয়েছেন।
স্থানীয় সান্টু সিকদার বলেন, স্বরূপকাঠি-বরিশাল লাইনের বেশিরভাগ বাসগুলো বরিশাল থেকে আসার সময় পথে থেমে থেমে যাত্রী তোলে। পরে সময় রক্ষার জন্য স্বরূপকাঠির কাছাকাছি এসে বে-পরোয়া গতিতে বাস চালায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো: পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। ঘাতক বাসটি জব্দ সহ ড্রাইভারকে আটক করা হয়েছে।