4:25 pm , June 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে ট্রাক চালককে হত্যা করে রড ছিনতাই করা চক্রের প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৮ এর এএসপি মো. হাসান জানিয়েছেন।
গ্রেপ্তার শাহীন হাওলাদার (২৮) পটুয়াখালীর দশমিনা উপজেলার খলিসাখালী গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে।
র্যাব-৮ এর এএসপি মো. হাসান জানান, গত ১৭ এপ্রিল চট্রগ্রামের আবুল খায়ের ইন্ড্রাট্রির কারখানা থেকে ট্রাকে ১৩ টন রড নিয়ে পটুয়াখালীর বাউফলের কালিশুরী বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাক চালক মো. আল আমিন (৩৩)। পরদিন ১৮ এপ্রিল ওই রড কালিশুরী বাজারের খান এন্টারপ্রাইজে পৌছে দেয়ার কথা ছিলো। ওই দিন রাত ১১টায় চালক আল আমিন কালিশুরী বাজারে পৌছে তার মামা মো. সবুজকে বিষয়টি অবহিত করে। এরপর থেকে চালক আল আমিনের মোবাইল ফোন বন্ধ পায় স্বজনরা। দুইদিন পর তেতুলিয়া নদীর পটুয়াখালী দশমিনা উপজেলার পাতারচর গ্রামে আল-আমিনের বিকৃত মৃতদেহ উদ্ধার করে।
পরদিন ২১ এপ্রিল আল আমিনের মামা সবুজ বাদী হয়ে দশমিনা থানায় মামলা করে।
এএসপি হাসান জানান, হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে আসামী গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৮ অধিনায়কের কাছে অধিযাচন পত্র দেয়। র্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ড ও ছিনতাইয়ের প্রধান আসামী শাহীনের অবস্থান চিহিৃত করে। পরে র্যাব-১১ এর সহায়তায় নারায়নগঞ্জের ফতুল্লা তল্লা রেললাইন এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১০টায় শাহীনকে গ্রেপ্তার করেছে।
এএসপি আরো জানান, এর আগে বাউফলের কালাইয়া বাজারের একতা এন্টারপ্রাইজের গুদাম থেকে ছিনতাই করা ৯ কেজি ৬৯৩ কেজি রড উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাকটি বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজার থেকে উদ্ধার করা হয়েছে।
আসামীকে শাহীনকে দশমিনা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে এএসপি জানান।