মানুষকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নে অতীতের মত কাজ করতে হবে -যুব উন্নয়ন মহাপরিচালক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নে অতীতের মত কাজ করতে হবে -যুব উন্নয়ন মহাপরিচালক - ajkerparibartan.com
মানুষকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নে অতীতের মত কাজ করতে হবে -যুব উন্নয়ন মহাপরিচালক

4:23 pm , June 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ১৩ স্বেচ্ছাসেবী সংগঠনকে যুব কল্যাণ তহবিল থেকে ২০২৩-২৪ অর্থ বছরের মোট ৬ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এসময় প্রধান অতিথি বলেন, বরিশালের মানুষ সচেতন। তাই এই এলাকার বাসিন্দাদের ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নে অতীতের মত কাজ করতে হবে। বর্তমান সরকারের পরিকল্পনা দেখলেই উন্নয়নের ছাঁপ লক্ষ্য করা যায়। যুব উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে পরিকল্পনা বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলবো। যা আমাদের উন্নয়নের জন্য করবো। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ফজলে এলাহী, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) এমএ খায়ের, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক একেএম মফিজুল ইসলাম প্রমুখ। এদিকে বরিশালের ১২ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কারের উদ্যোগে শনিবার দুপুরে নগরের সার্কিট হাউজে এ কর্মসূচি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, আবিষ্কারের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক সোহেল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য এমএইচ ওসমান গনি প্রমুখ। শেষে বেকার এক ব্যক্তিকে মৌসুমি ফলসহ একটি ভ্যান বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT