4:21 pm , June 8, 2024

শিক্ষক সমিতির শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বেসরকারি শিক্ষক আন্দোলনের আপোষহীন নেতা মো. আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। শনিবার ভোর ৫টায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় বিএম কলেজ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব সহ বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। জানাজা নামাজ শেষে দীর্ঘদিনের নিজ কর্মস্থল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক নেতা আবুল কালামের মরদেহ নেওয়া হয়। সেখানে ফুল দিয়ে প্রিয় শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। একই সাথে শ্রদ্ধা জানায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ শিক্ষকরা। শিক্ষক আবুল কালামের কর্মজীবনের নানা স্মৃতি চারণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসময় কান্নায় ভেঙে পড়েন শিক্ষক সহ শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক আবুল কালামের মরদেহ নেয়া হয় বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা কার্যালয়ে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার, উপদেষ্টামন্ডলী অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, দাস গুপ্ত আশীষ কুমার, মো. আব্দুল মালেক (উপজেলা চেয়ারম্যান), তোফায়েল আহম্মেদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সঞ্জয় কুমার খান, মো. শফিকুল ইসলাম (জেলা শাখার সভাপতি), যুগ্ম সাধারন সম্পাদক আসাদুল আলম আসাদ, অর্থ সম্পাদক মো. আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, সদর উপজেলা সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
এদিকে শিক্ষক আবুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন জাহাঙ্গীর, তুষার কান্তি রায়, মো. সিরাজুল হক, মো. ইউসুফ আলী, সুভাষ চন্দ্র সরকার, মো. শফিকুর রহমান, মো. ইউসুফ আলী, সাবিনা ইয়াসমিন, সোনালী কর্মকার, কৃষ্ণা হালদার, মো. এনায়েত হোসেন মল্লিক, মো. গোলাম কিবরিয়া, মাওলানা জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মো. জুনায়েদ হোসেন, মো. নিজাম উদ্দিন, মাধব চন্দ্র কবিরাজ, সালেহা খাতুন প্রমুখ।
আগামী ১৩জুন সন্ধ্যা ৭টায় শিক্ষক ভবনে শিক্ষক আবুল কালামের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তার প্রতি শ্রদ্ধা রেখে শিক্ষক ভবনে খোলা হয়েছে একটি শোক বই।
শ্রদ্ধা নিবেদন শেষে আবুল কালামের মরদেহ লাকুটিয়া সড়কের বকশির বাজার তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, আবুল কালাম স্যারের মত একজন গুনী শিক্ষক তার শিক্ষকতা জীবনে পেয়ে গর্বিত। তারমত একজন ভালো মনের মানুষ চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে আবুল কালাম স্যারের ভালোবাসার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ সকল শিক্ষকদের শিক্ষক হিসেবে আগলে রেখেছেন তিনি। তার অভাব কখনোই পূরণ হবে না।
উল্লেখ্য সিনিয়র শিক্ষক আবুল কালামের দুই মেয়ের একজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল ব্রিডিং এ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। পিতার ন্যায় শিক্ষার আলোয় দেশকে আলোকিত করছেন তার এই কন্যা। শিক্ষক নেতার মৃত্যুতে পুরো শিক্ষক ভবন ও তার ভালোবাসার কর্মস্থল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।