নদী ভাঙ্গন রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
নদী ভাঙ্গন রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী

4:20 pm , June 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেছেন, ভৌগলিক অবস্থানগত কারনে বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ। অতি সম্প্রতি ঘুর্নিঝড় হয়েছে। এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার কাজ করেছে। প্রতিমন্ত্রী বলেন, বরিশাল, ঝালকাঠী, বরগুনা জেলার কীর্তনখোলা-সুগন্ধা-বিষখালী নদী অববাহিকার নদী ভাঙ্গন, বন্যা নিরসনে চলমান সম্ভাব্যতা যাচাই একটি যুগান্তকারী উদ্যোগ। এর ফলে ওইসব এলাকা ভাঙ্গন থেকে রক্ষা পাবে। নদী ভাঙ্গন ও বন্যা থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বানারীপাড়া, উজিরপুর, মেহেন্দীগঞ্জেও সমীক্ষা চলমান রয়েছে। নদীর তীরে গাছ লাগাতে হবে তাহলে বাধে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে।
শনিবার কীর্তনখোলা-সুগন্ধা-বিষখালী নদী অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্তে সম্ভাব্যতা সমীক্ষার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে। কেননা বিআইডব্লিউটিএ যে খনন করে তা অনেক সময় কাজে আসে না।
এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাশেদ খান মেনন, পংকজ নাথ, ড. শাম্মী আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, বিভাগীয় কমিশনার মো: শওকত আলী প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT