4:11 pm , June 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সিএন্ডবি রোডের কাজিপাড়া এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ৫০ দিন পরেও হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিমের সন্ধান মেলেনি। ছেলের সন্ধান না পেয়ে তার মা এখন পাগল প্রায়। শিশু হাফেজকে অপহরণ করা হয়েছে নাকি পাচারকারী চক্রের সদস্যরা তুলে নিয়েছে এমন শঙ্কা বিরাজ করছে নিখোঁজ তাজিনের মা সাহিদা আরবীর কাছে। ছেলের সন্ধান পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তাজিনের মা।
শুক্রবার সকালে নিখোঁজ তাজিনের মা জানান, গত ২০ এপ্রিল সকাল নয়টার দিকে নগরীর কাজিপাড়ার বাসা থেকে পাশ্ববর্তী দোকানে ডিম ক্রয় করতে বের হয়ে নিখোঁজ হয় হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিম। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাজিনের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২৪ মে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (যার নম্বর-১৪৬৫) করা হয়েছে।