সাহান আরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত সাহান আরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত - ajkerparibartan.com
সাহান আরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

4:09 pm , June 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদায়), সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী,বীর মুক্তিযোদ্ধা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ,সাংস্কৃতিক সংগঠক সাহান আরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার আসর নামাজ শেষে কালিবাড়িরোডস্থ সেরনিয়াবাত ভবনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, মরহুমার পুত্র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ বরিশাল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার জামে এবয়দুল্লাহ মসজিদের খতিব মাও. নুরুর রহমান বেগ। এর আগে নগরীর বগুড়া রোডস্থ বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমার কবর জিয়ারতের পাশাপাশি পুষ্পার্ঘ অর্পন করেন বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে  সাংস্কৃতিক সংগঠক সাহান আরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার সন্ধ্যায় নিজস্ব মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT