আমেনা বেগম সমাজকল্যাণ সংস্থার কর্মপরিকল্পনা গ্রহন আমেনা বেগম সমাজকল্যাণ সংস্থার কর্মপরিকল্পনা গ্রহন - ajkerparibartan.com
আমেনা বেগম সমাজকল্যাণ সংস্থার কর্মপরিকল্পনা গ্রহন

4:07 pm , June 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর বোন ও সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের মা আমেনা বেগম সমাজকল্যাণ সংস্থার উদ্দেশ্যে ও কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার নগরীর হাসপাতাল রোডে সংস্থার কার্যালয়ের এ মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন আমেনা বেগম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয় আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবত। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও সিটি মেয়র পতœী লুনা আব্দুল্লাহ। সংস্থার সহ-সভাপতি আনিসুল হক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক আহসান চৌধুরী। বক্তব্য রাখেন আমেনা রকম সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যাক্ষ মেহের আফরোজ মিতা, প্যানেল মেয়র কোহিনুর বেগম, কাউন্সিলর ইসরাত জাহান লাভলী, আব্দুল হালিম, ফারজানা ফেরদৌস প্রমূখ। সভায় আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার সকল ওয়ার্ডে এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে। এদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক চাহিদা নিরূপণ করা হবে এবং এই চাহিদার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT