ভান্ডারিয়ায় ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরন ভান্ডারিয়ায় ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরন

4:40 pm , June 6, 2024

পরিবর্তন ডেস্ক ॥ পিরোজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভান্ডারিয়ায় ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসিন আরাফাত রানা।
পিরোজপুরের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ প্রতিযোগিতায় ভান্ডারিয়ার চারটি দল অংশ নেয়। ফাইনালে ভান্ডারিয়া পৌরসভা ২-০ সেটে নদমূলা ইউনিয়নকে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিরোজপুরের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, ভলিবল বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় খেলা, এটি সামান্য যায়গায় খুব আকর্শনীয় খেলা। গ্রামের যুবসম্প্রদায়কে এ ধরনের খেলায় আগ্রহী করতে পারলে যুবসমাজ অনেক অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেতালিয়া নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর রেফারি মোস্তাহিদুর রহমান মুক্ত।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT