4:39 pm , June 6, 2024

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় চা, সিগারেট বিক্রির পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ি ফারুক ভূইয়া (৬০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন। নিহত ফারুক ভূইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নুরু ভূইয়ার ছেলে। এঘটনায় নিহত ফারুক ভূইয়ার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে (৪ জুন মঙ্গলবার) মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাগেছে, চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের পুত্র শাওন, বাদল মিয়ার পুত্র শাহিন ওরফে শাকিল ও মৃত মোঃ জাফর মোল্লা পুত্র সুমন মোল্লা গত ৩১ মে শুক্রবার রাত এগারটার দিকে ব্যবসায়ি ফারুক ভূইয়ার দোকানে গিয়ে তার কাছে বাকীতে সিগারেট চান। এ সময় ব্যবসায়ি ফারুক ভূইয়া তাদের কাছে পূর্বে পাওনা এক হাজার ৪’শত টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ির ওপর হামলা চালায়। বখাটেদের হামলায় বৃদ্ধ ফারুক ভূইয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ফারুক ভূইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে ফারুক ভূইয়া মারা যান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ি ফারুক ভূইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাই এখন হত্যা মামলা রূপান্তরিত হইবে।