4:38 pm , June 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ-উল আযহা উপলক্ষ্যে মহানগর পুলিশের আইনশৃংখলা বিষয়ক সমন্বয় সভা হয়েছে। বৃহস্পতিবার মহানগর পুলিশ সদর দপ্তরের সভা কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।
সভায় পুলিশ কমিশনার পরিবহন সেক্টর, ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সেবা, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের শৃঙ্খলা, সিসিটিভির ব্যবহার, জাল টাকা সনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চ সহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, মেডিকেল টিম, ব্যাংকিং সেবা, নির্বিঘেœ ঈদের জামায়েত আয়োজন সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও পরিবহন সেক্টর ও পশুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি পরিলক্ষিত হলে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োগের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লাসহ পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন র্যাব-০৮, সিটি কর্পোরেশন, গণমাধ্যম, বাংলাদেশ ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, নৌ-পুলিশ, এনএসআই, বিআই ডব্লিউটিএ, বিআরটিএ, ফায়ার সার্ভিস, সোনালী ব্যাংক, কোষ্ট গার্ড, জেলা আনসার ও ভিডিপি পল্লী বিদ্যুৎ সমিতি-২, ওজোপাডিকো, লঞ্চ মালিক সমিতি, লঞ্চ শ্রমিক সমিতি, বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধি।