4:39 pm , June 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বরিশালের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপপরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আবু নোমান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এ, এইচ, এম রাসেদ, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনজুমান নেছা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, শেখ কামাল মেহেদী পরিবেশ অধিদপ্তর, উপ-সহকারী পরিচালক আবুল বাসার, পাসপোর্ট অধিদপ্তর সহ পাসপোর্ট অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ। বিশেষ অতিথি নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন : আমাদের দৈনন্দিন কাজে প্লাস্টিক পণ্য পরিহারের সর্বোচ্চ চেষ্টা করা। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকা । যেখানে সেখানে কফ,থুথু,পানের ফিক ফেলা থেকে বিরত থাকা । শব্দ দূষণ রোধ করার জন্য জনসচেতনা সৃষ্টি করা। পুকুর বা ডোবানালা পরিষ্কার রাখা। গণশুনানির সময় অত্রাফিসের আগত সেবাপ্রত্যাশিতদের পরিবেশ বিষয়ে সচেতনামূলক পরামর্শ প্রদান করা। এছাড়াও পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা বরিশাল এর বিষয়ে ভূয়সী প্রশংসা করেন এবং এই নির্দেশিকা অন্যন্য অফিসেও চালু করণের বিষয়ে মতামত প্রদান করেন।প্রধান অতিথি পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা এর সকল কার্যক্রম যথাযথ ভাবে পালন করার জন্য অফিসের সবাইকে নির্দেশ প্রদান করেন।