প্রশাসনের নজরদারী ছিলো চোখে পড়ার মতো প্রশাসনের নজরদারী ছিলো চোখে পড়ার মতো - ajkerparibartan.com
প্রশাসনের নজরদারী ছিলো চোখে পড়ার মতো

4:38 pm , June 5, 2024

উপজেলা নির্বাচনে ভোটার ছিলো কম
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের তিন উপজেলায় গতকালের নির্বাচনে প্রশাসনের নজরদারি ও কড়াকড়ি ছিলো চোখে পড়ার মতো। বানারীপাড়া, বাবুগঞ্জ, উজিরপুর উপজেলা নির্বাচনে পুলিশবাহিনীর তৎপরতা ছিলো দেখার মতো। ভোটের পূর্বে বরিশাল রেঞ্জ ডিআইজি মো: জামিল হাসান, পুলিশ সুপার মো: ওয়াহিদুল ইসলাম নির্বাচনী মতবিনিময় সভায় যে ওয়াদা করেছেন সেটি অক্ষরে অক্ষরে পালিত হয়েছে ভোট কেন্দ্রে। কেন্দ্রের আশেপাশে নেতাকর্মীদের ভিড়তেই দেওয়া হয়নি। সবচেয়ে বেশি কড়া নজরদারী ছিলো বাবুগঞ্জের আগরপুর ও কেদারপুর ইউনিয়নে। সেখানে আনারস প্রতীকের প্রার্থী ফারজানা বিনতে ওহাব নির্বাচনের আগেই যে কেন্দ্রগুলোতে নিরাপত্তা বিঘিœত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছিলেন, সেখানেই নিরাপত্তা ছিলো নিñিদ্র। যার কারণে কোন বড়ধরনের অঘটন ছাড়াই বাবুগঞ্জ সহ তিনটি উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসক শহীদুল ইসলাম ম্যাজিস্ট্রেটদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে তিন উপজেলায় নির্বাচনী নিরাপত্তা আমেজ তৈরি করেছিলেন। তবে ভোটার সংখ্যা কম থাকায় নির্বাচনী আমেজে কিছুটা হলেও ভাটা পড়ে। তুলনামূলকভাবে এবারেও বরিশাল সদর উপজেলার মতো তিন উপজেলায় মহিলা ভোটারদের উপস্থিতি বেশি ছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT