4:06 pm , June 5, 2024

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নে ঘূর্নিঝড় রেমালে প্রচন্ড বাতাসের প্রভাবে জোয়ারের পানিতে গজারিয়া নদী ভাঙ্গন কবলিত এলাকা প্লাবিত হওয়ায় নলবুনিয়া থেকে রহমানেরহাট পর্যন্ত জনসাধারণের চলাচলের কার্পেটিং করা নতুন পাকা রাস্তার মাঝখানে ভেঙ্গে যায়। গতকাল সরজমিনে গেলে এলাকাবাসী জানান বাতাসে এবং জোয়ারের পানিতে রাস্তাটি ভেঙ্গে যায়। এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। মেহেন্দিগঞ্জ থেকে কাজিরহাটগামী লোকজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী সহ ঐ এলাকার জনসাধারণের চলাচলের বিঘœ সৃষ্টি হচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য উপজেলা পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি কামনা করেন উক্ত এলাকার সাধারণ জনগণ।