4:21 pm , June 4, 2024

জীবিকার তাগিদে দুপুরের তীব্র রোদের গরম উপেক্ষা করে স্টেডিয়াম কলোনির সেতারা বেগম (৯০) বড়শি দিয়ে প্রতিদিন কীর্তনখোলা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে। ছবিটি ত্রিশ গোডাউনে কীর্তনখোলা নদীর পাড় থেকে ক্যামেরা বন্দি করেন আমাদের আলোকচিত্র রুবেল পারভেজ