শ্রমিক সংগঠন সমন্বয় পরিষদের ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্রমিক সংগঠন সমন্বয় পরিষদের ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
শ্রমিক সংগঠন সমন্বয় পরিষদের ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

4:21 pm , June 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক সংগঠন সমন্বয় পরিষদ। মঙ্গলবার বেলা ১১টায় শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল শ্রমিক কর্মচারী সংগঠনের সমন্বয় পরিষদ সভাপতি এসএম জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন, স্থায়ী মজুরি কমিশন গঠন করে সরকারি বেসরকারি মালিকানা নির্বিশেষে সকল শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা, ৬০% বাড়ি ভাড়া এবং অসংগঠিত খাতের শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা। তিনি বলেন, সরকারি কর্মচারীদের ১৯৭৩ সালের ন্যায় ১০টি ধাপের বেতন স্কেল নির্ধারণ, নবম পে-স্কেল ঘোষণা করা, ১০০% পেনশন প্রদান, ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী পেনশন গ্রাচুয়িটি হার ১ টাকায় ২৩০ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণসহ সরকারি কর্মচারী সংগঠনের চলমান আন্দোলনের বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বরিশালের সকল ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস, ওভারটাইম কাজের জন্য দ্বিগুণ হারে মজুরি প্রদান, নিয়োগপত্র সার্ভিস বই, প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়িটি এবং নারী শ্রমিকদের বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদান। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় দেশের সকল শ্রমিক কর্মচারীসহ নি¤œ আয়ের মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশনের মাধ্যমে প্রদান করার দাবি জানানো হয়। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোসলেম সিকদার, আবুল হাসেম মাস্টার, মো. আলাউদ্দিন মোল্লা, মো. নান্নু মিয়া, সাধারণ সম্পাদক মো. মানিক মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল মীরসহ সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT