4:20 pm , June 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মালয়েশিয়া ভালো বেতনে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে নির্যাতনের অভিযোগে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। মঙ্গলবার বরিশাল মানব পাচার প্রতিরোধ ও অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন মামলা তদন্ত করে কাজির হাট থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
বাদী সোহাগ হোসেন মেহেন্দিগঞ্জের আসলি সন্তোষপুরের মৃত মো. নুরুল ইসলামের ছেলে।
আসামীরা হলো একই এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও তার দুই ছেলে আরিফ হোসেন জুলহাস ও এনামুল হক দেলোয়ার।
মামলা সুত্রে জানা গেছে, মামলার বিবাদী এনামুল হক দেলোয়ার মালয়েশিয়ায় থাকে। একই এলাকার বাসিন্দা হওয়ায় বাদী সোহাগকে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেয়। প্রলোভনে সাড়া দিয়ে ২০২৩ সালের ১০ জানুয়ারী থেকে ২৭ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ৫ লাখ ৫০ হাজার টাকা দেয়। ওই বছরের ২৯ জুন সোহাগকে মালয়েশিয়ায় নেয়া হয়। সেখানে নিয়ে সোহাগকে ঝুকিপূর্ন কাজ দেয়। ওয়ার্ক পারমিট ছাড়া ঝুকিপূর্ন কাজ দেয়া ও বেতন চাইলে নির্যাতন করে। তখন দেশে ফেরত আসতে চাইলে আরো ৫ রাখ টাকা দাবি করে। প্রান রক্ষায় আরো ৫ লাখ টাকা দেয়ার পর দেশে ফেরত আসে সোহাগ।