৩ টি উপজেলায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ৩ টি উপজেলায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন - ajkerparibartan.com
৩ টি উপজেলায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

4:11 pm , June 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চতুর্থ ধাপের নির্বাচনে আজ বরিশালের গুরুত্বপূর্ন তিন উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে বাবুগঞ্জ, বানারীপাড়া এবং উজিরপুর। এ উপলক্ষে ইতমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি সদস্য। তাদের সাথে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা  হয়েছে। প্রশাসন সহ নির্বাচন কর্মকর্তারা এই ৩ উপজেলাল ভোট কে খুবই গুরুত্বের সাথে নিয়েছে। কারন ভোটার ও সাধারন জনগনের আশংকা ভোটের দিন ৩ টি উপজেলাই সহিসংতার ঘটনা ঘটতে পারে। ৩ টি উপজেলার রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোস্তফা ফেরদৌস বলেন, দায়িত্ব পালনে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রযেছি। আশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। তিনি বলেন ৩ টি উপজেলায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে মাজিষ্ট্রেট এবং র‌্যাব সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে নজির বিহীন নিরাপত্তা ব্যবস্থা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT