4:06 pm , June 4, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ টান-টান উত্তেজনার মধ্যে দিয়ে আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বানারীপাড়া উপজেলার ভোট। সকাল থেকে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এ ভোটে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক দোয়াত কলম প্রতীকে ও সাধারণ সম্পাদক এ্যাড. মাওলাদ হোসেন সানা মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে দুই প্রার্থীই বিশাল-বিশাল শোডাউন দিয়ে শক্তি প্রদর্শন করেছেন। দু প্রার্থীই জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়বেন নুরুল হুদা তালুকদার (উড়োজাহাজ), শরীফ উদ্দিন আহমেদ কিসলু (তালা), রাহাদ সুমন (টিউবওয়েল), সুলতান শিকদার (চশমা), আজিজুল হক দুলাল বালী (মাইক), ইকবাল হোসেন (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন হক মিনু (ফুটবল), বিলকিস খলিল (পদ্মফুল), নাজনিন জাহান পলি (হাঁস), সাবিনা ইয়াসমিন (কলস), ঝুমুর সেরনিয়াবাত (প্রজাপতি) ভোট যুদ্ধে লড়বেন। দুইজন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে দেখা দিয়েছে বিভাজন। পছন্দের প্রার্থীকে জয়ী করতে বাড়ছে সহিংসতা এবং প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে প্রশাসন ও কিছুটা বিপাকে। এদিকে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক শান্তি পুর্ন নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদি। অপরদিকে এ্যাড. মাওলাদ হোসেন সানা জানান, বানারীপাড়ার সর্বস্তরের মানুষ পরিবর্তন চায়। জনগন তার সাথেই রয়েছেন। তাই তিনি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। এদিকে হঠাৎ নির্বাচনী মাঠ উত্তপ্ত হওয়ায় সাধারন মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে কিনা এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। ভোটের ব্যালট পেপার সহ সকল সরঞ্জামাদি নিয়ে ৯ টি ইউনিয়ন ও পৌরসভার সকল কেন্দ্রে পৌছেছেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা।