মানব পাচার মামলায় ৭ জনকে জরিমানা মানব পাচার মামলায় ৭ জনকে জরিমানা - ajkerparibartan.com
মানব পাচার মামলায় ৭ জনকে জরিমানা

4:07 pm , June 3, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চাকুরির প্রলোভনে দুই তরুনীকে অনৈতিক কাজে বাধ্য করার মামলায় আবাসিক হোটেলে মালিকসহ ৭ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। সোমবার বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান। দ-িতরা হলো- নগরীর দক্ষিন চকবাজার এলাকার আবাসিক হোটেল পায়েল এর মালিক মনির হোসেন, কর্মচারী বাকেরগঞ্জ উপজেলার দেউলি গ্রামের মৃত আবুল কাসেম চৌকিদারের ছেলে সেলিম চৌকিদার, একই উপজেলার দত্তরাবাদ গ্রামের আজাহার মৃধার ছেলে আনোয়ার হোসেন, একই উপজেলার পশ্চিম দাড়িয়াল গ্রামের মৃত মমিনউদ্দিন হাওলাদারের ছেলে মন্টু হাওলাদার, নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের বাসিন্দা মৃত মোতাহার গাজীর ছেলে মিন্টু গাজী, নগরীর বাঘিয়া এলাকার বাসিন্দা আজিজ বেপারীর ছেলে কবির হোসেন ও বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া গ্রামের আব্দুল বেপারীর ছেলে বাদশা বেপারী। রায় ঘোষনার সময় সকলে আদালতে উপস্থিত ছিলো। মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, ২০২০ সালের ২ অগাষ্ট মহানগর ডিবি পুলিশের একটি দল জানতে পারে আবাসিক হোটেল পায়েল- এ চাকুরির প্রলোভনে দুই তরুনীকে আটকে অনৈতিক কাজ করতে বাধ্য করছে। এ অভিযোগে ডিবি পুলিশের দল ওই হোটেলে অভিযান করে। এ সময় আবাসিক ওই হোটেলের দ্বিতীয় তলার কক্ষ থেকে দুই তরুনীকে উদ্ধার করে। হোটেলের কর্মচারী সেলিম, আনোয়ার হোসেন ও মিন্টু গাজীকে আটক করে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম বাদী হয়ে আটক তিনজনসহ পালিয়ে যাওয়া হোটেলের আরো ৪ জনের বিরুদ্ধে চাকুরির প্রলোভনে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে কোতয়ালী মডেল থানায় ওইদিন মামলা করে। ডিবির এসআই দেলোয়ার ওই বছরের ১৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৫ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেন। তুহিন মোল্লা বলেন, রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দেন। দন্ডিত আসামীরা জরিমানা জমা দিয়ে মুক্ত হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT