4:00 pm , June 3, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে। গত ২৮ মে বিকেলে মুলাদী পৌরসভার তেরচর গ্রামের বেইলিররব্রিজ এলাকার ব্যবসায়ী সোহেল হাওলাদারের ওপর একই গ্রামের শুভ শীল ও রবিন শীলের নেতৃত্বে ৮-১০ জন হামলা চালায়। এতে ওই ব্যবসায়ী ও তার মা হোসনে আরা বেগম আহত হয়েছেন। এ ঘটনায় সোহেল হাওলাদার বাদী হয়ে শুভ শীলসহ ৯জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। সনাতন ধর্মের লোকজনের হামলায় মা-ছেলে আহতের ঘটনায় এলাকায় মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। তারা বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে পুলিশের দাবি, ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই সংঘাতের আশঙ্কা নেই। সোহেল হাওলাদার জানান, পৌরসভার বেইলি ব্রিজ এলাকায় ব্যবসা রয়েছে তাঁর। প্রায় ৩ মাস আগে শুভ শীলের চাচাতো ভাই মিঠুন শীল ১৫ দিনের জন্য ১ লাখ টাকা ধার নেন। গত ২৮ মে মিঠুনের বাড়ি টাকা চাইতে যান সোহেল। ওই সময় মিঠুনের স্ত্রীর সঙ্গে তাঁর কথার কাটাকাটি হয়। ঘটনা জেরে ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে দোকানে যাওয়ার সময় শুভ শীল, রবিন শীল, সুকুমার শীলসহ ৮-১০জন লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে এলোপাতারি মারধর করেন। ওই সময় ডাকচিৎকার শুনে তার মা হোসনেআরা বেগম রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা এসে মা-ছেলেকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, মা-ছেলেকে জখমের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার দ্রুত তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি পরিস্থিতি পুলিশের পর্যবেক্ষনে রাখায় সংঘাতের আশঙ্কা নেই।