আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ আহত আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ আহত - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ আহত

3:59 pm , June 3, 2024

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় নিজের জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আহত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের (৬০) নিজ জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষ টাকার গাছ সম্প্রতি ভাইর ছেলে আনসার সিকদার কেটে নেয়। তখন গাছ কাটতে বাঁধা দিলে আনসার সিকদার ও তার সহযোগিরা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে মারধর করে। পরে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদার বাদী হয়ে গত ২০ মে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করার নির্দেশ দেয়। গত ৩১ মে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দুই কর্মকর্তা উত্তর শিহিপাশা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের বাড়িতে যায়। তারা তদন্ত শেষে বাড়ি থেকে যাওয়ার আধাঘন্টা পরে তার ভাইর ছেলে প্রতিপক্ষ আনসার সিকদার, তার ভাই আয়াতুল সিকদার, আশ্রাফুল সিকদার, নাসরুল সিকদার ও আলমাস সিকদারের নেতৃত্বে বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদার জানান, আদালতে মামলা করার পরে বাড়িতে পুলিশ তদন্তে আসায় ক্ষিপ্ত হয়ে আমার উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে আহত করে। তারা আমাকে এবং আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT