4:18 pm , June 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ কুরবানীর ঈদের আগে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আরেক দফা টিসিবির পণ্য বিতরণ করা হবে বরিশালে। গতকাল আজকের পরিবর্তন কে এ বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির বরিশালের আঞ্চলিক প্রধান (সহকারী পরিচালক) শতদল মন্ডল। তিনি বলেন, কুরবানীর ঈদের আগে বরিশাল নগরীতে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ করা হবে। তবে এখনো তারিখ নির্ধারন করা হয়নি। এখনো চাল এসে পৌঁছায়নি । তাই তারিখ নির্ধারন করা সম্ভব হয়নি। সব পণ্য এসে পৌঁছালেই আমরা পণ্য বিক্রি শুরুর তারিখ জানিয়ে দেব। যথারীত এবারও পণ্য হিসাবে থাকছে চাল,মশুর ডাল ও সয়াবিন তেল। একজন কার্ডধারী সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা।