কাউখালীতে ত্রাণ না পেয়ে মহিলা মেম্বার পরিবারের উপর হামলা ॥ নিহত ১ কাউখালীতে ত্রাণ না পেয়ে মহিলা মেম্বার পরিবারের উপর হামলা ॥ নিহত ১ - ajkerparibartan.com
কাউখালীতে ত্রাণ না পেয়ে মহিলা মেম্বার পরিবারের উপর হামলা ॥ নিহত ১

4:17 pm , June 2, 2024

রিয়াদ মাহমুদ, কাউখালী ॥ পিরোজপুরর কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড এলাকায় ত্রান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে  মহিলা ইউপি সদস্য পরিবারের উপর দফায় দফায় হামলা চালায়। এই হামলায় ইউপি সদস্য খাদিজা বেগম এর ভাসুর আব্দুল রব আহত হয়। তাকে প্রথমে কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২জুন  রবিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত আরো ৮ জন কাউখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরা হলেন : উপজেলা নিলতী গ্রামের মোঃ মকবুল হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার, একই পরিবারের সেলিম হাওলাদার, আলম হাওলাদার, একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আশিক হাওলাদার, মজিবর হাওলাদারের ছেলে লিমন হাওলাদার। অপরপক্ষের আহতরা হলেন : নিলতী গ্রামের সোলায়মান সরদার, সুভাষ ঘোষ এর ছেলে সঞ্জিব ঘোষ এবং সঞ্জয় ঘোষ আহত হন। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার পর নিলতী গ্রামের সঞ্জয় ঘোষ ও তার লোকজন নিয়ে একই গ্রামের সংরক্ষিত আসনের মেম্বার খাদিজা বেগম এর বাড়ীতে গিয়ে ত্রানের কার্ড না পাওয়ার কারণ জানতে চায়। এ সময় মেম্বার খাদিজা বেগম জানায় আমি ১০টি কার্ড পেয়েছি। যা অতি দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনার আগে প্রতিপক্ষ সোলায়মান বন্যায় মারা যাওয়া কয়েক শত মুরগী খালের পানিতে ফেলে পানি দূষিত করায় আমি প্রতিবাদ করেছিলাম। এ কারনে তিনি ক্ষিপ্ত হয়ে কার্ড না পাওয়ার অজুহাতে আমার পরিবারের উপর হামলা করে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন করিব বলেন, গতরাতে একটি ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। এ ঘটনায় আব্দুল রব (৫৫) নামে এক ব্যক্তি মারা যায়। দ্রুত সঞ্জয় ঘোষ, দীলিপ পাটিকরকে গ্রেফতার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT