4:12 pm , June 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বরিশালের ৫ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। রবিবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশালের স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, র্যাব-৮ এর মেজর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রথমে ৫ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার, পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান এসএম নূরে আলম সিদ্দিকী শাহীন এবং ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল আহসান গাজী এসময় শপথ গ্রহণ করেন। এর পরে নির্বাচিত ভাইস চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধান অতিথি। শপথ গ্রহণ করেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান এ্যাড. হালিমা বেগম হেপি, বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সালাম মল্লিক ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা মাহাবুব, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন (শানু), নাজিরপুরের ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান আলো শিকদার এবং ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন।