উত্তর জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত উত্তর জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত - ajkerparibartan.com
উত্তর জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

4:36 pm , June 1, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উত্তর জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড মজিবর রহমান সরোয়ার ও বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন। সভায় সভাপত্বি করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবীর জাহিদ, উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার আলম বিপ্লব প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT