4:31 pm , May 31, 2024

বিএফএফ-সমকাল স্কুল বিতর্ক উৎসব
নিজস্ব প্রতিবেদক ॥ দেশের দক্ষিণাঞ্চল ঝড়-ঝঞ্জার দেশ। মাত্র ৫দিন আগে ঘুর্ণিঝড় রিমালে ক্ষত-বিক্ষত হয় এ অঞ্চল। সেই এলাকার কয়েকজন স্কুল শিক্ষার্থীা শুক্রবার বিতর্কে আরেক ঝড় তুলেছিল বরিশাল নগরীর আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশনে। দিনশেষে এতে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। পটুয়াখালীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হয় রানার্স আপ। গতকাল শুক্রবার বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বির্তক উৎসবের বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে জেলা পর্যায়ে প্রতিযোগীতায় চারটি জেলার চাম্পিয়ান স্কুল দল অংশগ্রহন করে। বিভাগীয় চ্যাম্পিয়ান হয়ে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় বিতর্ক উৎসবের জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেলো। শ্রেষ্ঠ বক্তা হন রানার্স আপ দলের দ্বিতীয় বক্তা আফরিন জান্নাত।
দিনব্যাপী বিতর্ক প্রতিযোগীতা শেষে অহরাহেৃ চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানেরর প্রধান অতিথি বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী। সকালে উৎসবের উদ্বোধন করেন এবছর শিশু সাহিত্যে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। বাংলা একাডেমীর পূরস্কার পাওয়ায় বিতর্কিক শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরন করেন।
অপরাহেৃ সমাপনি অনুষ্ঠানে অংশগ্রহন করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো: আসাদুজ্জামান, বরিশাল বিশ্ববিদালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন ও বিএম কলেজের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা।
পুরস্কার বিতরণের আগে বোর্ড চেয়ারম্যান বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের প্রশংসা করে বলেন, আমাদের লক্ষমাত্রা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিনত হবো। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মাট বাংলাদেশে উন্নীত হবো। উন্নত দেশের মানসম্মত শিক্ষা ব্যবস্থার সমমান শিক্ষা ব্যবস্থা আমাদেরও থাকতে হবে। এজন্য সর্বাগ্নে প্রয়োজন বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠন। সমকাল সেই কাজটি করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম রাউ-ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়কে এবং পটুয়াাখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আছমত আলী খান ইনষ্টিটিউশন পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু, সমাজসেব আনোয়ারুল হক তারিন, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরত জাহান, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিরাজ ও ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মিরাজ।
উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ বরিশাল শাখার উপদেষ্টা মিজানুর রহমান নাসিম। সঞ্চলনায় ছিলেন সদস্য সচিব শামীম মাহমুদ। সমম্বায়ক ছিলেন বরিশাল ব্যুরো ইনচার্জ মো: মাইনুল ইসলাম সুমন চৌধুরী।