4:29 pm , May 30, 2024

বরিশালের রিমেলের তান্ডব
বিশেষ প্রতিবেদক ॥ ‘রিমেল’ উপদ্রুত বরিশালের প্রায় ৩৮ হাজার পরিবারের দুই লাখ মানুষের জন্য এখনো ত্রাণ তৎপরতা খুবই সীমিত। ঘূর্ণিঝড় ‘রিমেল’ রোববার সন্ধ্যার পর থেকে ১৮ ঘন্টা ধরে বরিশাল উপকূলকে লন্ডভন্ড করে দেয়ার পরে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ এখনো পরিপূর্ণভাবে পুনর্বাসন সম্ভব হয়নি। অপরদিকে ত্রাণের বিষয়টি খুবই সীমিত থাকার মধ্যেই সরকারিভাবে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সহ একাধিক গণমুখি খাতে পুনর্বাসনের তেমন কোন তৎপরতাও দৃশ্যমান নয়। তবে গত রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় ১৮ ঘন্টা ধরে রিমেল-এর তান্ডব চলার পরে বরিশালের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ পর্যন্ত ৩শ মেট্টিক টন চাল ও ২৫ লাখ নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে বলে ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্রে জানা গেছে। এর বাইরে শিশু খাদ্য ও পশু খাদ্য হিসেবেও নগদ ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেয়ার পরে তা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান অনুযায়ী ইউএনওদের মাঝে উপজেলা পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এখনো অনেক ক্ষতিগ্রস্ত এলাকাতেই সরকারী কর্মী ও জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সংগ্রহে যাননি। খোদ বরিশাল সিটি করপোরেশনের অনেক বর্ধিত এলাকায়ও ওয়ার্ড কাউন্সিলরা বৃহস্পতিবার পর্যন্ত পৌঁছেননি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
নগরের ২৬ নম্বর ওয়ার্ডের চর জাগুয়া এলাকায় একটি চৌচালা ঘরের ওপর ৬টি গাছ পড়ে বিধ্বস্ত হলেও অলৌকিকভাবে কোন প্রাণহানি না ঘটলেও পুরো পরিবারটি প্রায় সর্বশান্ত হয়ে গেছে। রিমেল আঘাত হানার ৩দিন পরে বৃহস্পতিবার দুপুরে সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পৌঁছলেও কোন ত্রাণ পৌঁছেনি। খোদ সিটি করপোরেশন এলাকার অনেক বর্ধিত অংশেই এ ধরনের ঘটনা বাস্তব হলেও জেলার উপজেলা সহ নদ-নদী বিচ্ছিন্ন এলাকাগুলো অবস্থা আরো করুন বলে জানা গেছে।