4:22 pm , May 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিবি পুকুরে পড়ে যাওয়া জুতা তুলতে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে উদ্ধার করা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ জানিয়েছেন।
মারা যাওয়া ওই যুবক হলো-মো. সাগর হাওলাদার (২৮)। সে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড সর্দার পাড়া এলাকার মন্নান সর্দারের ভাড়াটিয়া। পিরোজপুরের কাউখালী উপজেলার গুয়াটন এলাকার আজাদ হাওলাদারের ছেলে সাগর। প্রত্যক্ষদর্শী মো. সাখাওয়াত হোসেন জানান, বিবি পুকুরের দক্ষিন কর্নারের ফোয়ারার পাশে দেয়ালের উপর জুতা রেখে বিক্রি করে এক ভ্রাম্যমান বিক্রেতা। দেয়ালের উপর থেকে একটি জুতা পুকুরে পড়ে যায়। ওই জুতা তুলতে পুকুরে নামে ভ্রাম্যমান বিক্রেতার কর্মচারী সাগর। জুতা নিয়ে সাতরে বিবি পুকুরের পূর্ব পাড়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় সাগর। পুকুরের মাঝ খানে গিয়ে বাঁচাও বাঁচও বলে চিৎকার করে। পুকুরের চার পাড়ের লোকজন বিষয়টি দুষ্টামি হিসেবে ধরে নেয়। একটু পর দেখতে পায় সাগর ডুবে গেছে।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ জানান, তারা ৭ টা ১৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যান। গিয়ে দেখতে পান স্থানীয় দুই জন পুকুরে ডুবে যাওয়া লোককে সন্ধান করছে। পরে তাদের দুই ডুবুরী ১০/১৫ মিনিটের মধ্যে ডুবন্ত সাগরকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
পরে তার লাশ কোতয়ালী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার এসআই জোবায়ের হোসেন জানান, লাশ তাদের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।