4:11 pm , May 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে বিচ্ছিন্ন একটি অংশ হলো চর জাগুয়া। নগরীর অংশ হয়েও নাগরিক কোন সুবিধা নেই সেখানে। সেই চর জাগুয়ায় কৃষক সাইফুল ইসলাম রুম্মান। ঘূর্নিঝড় রেমালের সাথে যুদ্ধ করে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে দুই সন্তানসহ স্ত্রীকে নিয়ে। ঘটনাটি সোমবার বেলা সাড়ে ১১টায় চর জাগুয়ার খান বাড়িতে এ ঘটনা ঘটে। রুম্মান জানান, নদীর পানি উঠে ঘরের মধ্যে হাটু পর্যন্ত। জ্বর হওয়ায় বিছানায় শুয়ে রয়েছি। ঘরে দুই সন্তানসহ স্ত্রীও রয়েছে। আকস্মিকভাবে একই সাথে সাতটি গাছ উপরে পড়ে। অলৌকিকভাবে সন্তানসহ বেঁচে গিয়েছেন। কিন্তু ঘর মেরামত করার কোন সামর্থ্য নেই।
রুম্মান জানান, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির পরিদর্শন করেছেন। ফোন করে খবর নিয়েছেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর স্ত্রী লুনা আব্দুল্লাহ। তবে এখন পর্যন্ত কোন সহায়তা পাননি তিনি।