4:11 pm , May 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সিঙ্গার প্লাস শোরুম থেকে স্ক্র্যাচ কার্ড ঘষলেই রেফ্রিজারেটর এবং ফ্রিজারে শতভাগ ডিসকাউন্ট। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ অফারটি চলছে ঈদুল আযহার দিন পর্যন্ত।
বুধবার বিকেলে বরিশালের সদর রোডস্থ বিবিরপুকুর পাড় সিঙ্গার প্লাস শোরুম থেকে অফার এর মাধ্যমে স্ক্র্যাচ কার্ড ঘষে শতভাগ ডিসকাউন্টে ফ্রি ফ্রিজ বিজয়ী হয়েছেন বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের গাজী সাইদুর রহমান সুমন। সিঙ্গারের ডিস্ট্রিক ম্যানেজার আসাদুজ্জামান ও ব্রাঞ্চ ম্যানেজার সাইদুর রহমান জুয়েল বিজয়ীদের হাতে ফ্রিজ তুলে দেন।
এছাড়া স্ক্র্যাচ কার্ড ঘষে রুপাতলীর রাসেল করিম খান পরেন হাজার টাকা পেয়েছেন। এভাবে অনেকেই স্ক্র্যাচ কার্ড ঘষে পাচঁ,চার ও তিন হাজার টাকা পেয়েছেন। কিস্তিতে সিঙ্গার শোরুম বিবির পুকুর পাড়,সদর রোড বরিশালে এখানে সিঙ্গারের সকল পণ্য ও সেলাই মেশিন, ফ্রিজ, এসি, টিভি ,ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, সাইড বাই সাইড ফ্রিজ,ব্লেন্ডার রাইস কুকার ডেল, ল্যাপটপ কিস্তিতে দেওয়া হয়।