4:11 pm , May 29, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ আগামী ১ জুন ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৯৭৬ শিশুকে এক লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭৩ হাজার ৭৩১ শিশুকে দুই লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বিকেলে সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, বরিশাল জেলায় ১০টি উপজেলায় ৮৭টি ইউনিয়নে ২৫৮টি ওয়ার্ডে এবং প্রতি উপজেলায় একটি অতিরিক্ত কেন্দ্রসহ দুই হাজার ৭০টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ হাজার ১৪১ জন স্বেচ্ছাসেবক ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন।
সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের রাতকানা রোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণেও প্রচার চালানো হবে।
