মুলাদীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার মুলাদীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার - ajkerparibartan.com
মুলাদীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার

4:10 pm , May 29, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী সরকারি কলেজের পরিত্যাক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মুলাদী থানা পুলিশ বোমাগুলো উদ্ধার ও নিস্ক্রিয় করেছেন। ওই ভবনটিতে তিন ব্যাগ হাতবোমা থাকার সন্দেহে গত ২৬ মে রোববার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী থানা পুলিশ পাহারায় রেখেছিলো। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যাক্ত ভবনে হাতবোমা জড়ো করেছিলো। কলেজের ভবনের হাতবোমা উদ্ধার ও নিস্ক্রিয় করায় ওই এলাকার দোকান ও বাড়ি-ঘরে স্বস্তি ফিরেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, গত রোববার সন্ধ্যায় জনৈক ব্যক্তি মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যাক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটি পুলিশ পাহারায় রেখে ঢাকায় বোমা নিস্ক্রিয় ইউনিটে সংবাদ দেওয়া হয়। বুধবার বেলা ১২ টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মর্তুজার নেতৃত্বে ৪ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে। তাঁরা ৩ টি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করে নিস্ক্রিয় করেছেন। ওসি আরও জানান, এ ঘটনার তদন্ত এবং অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT